বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। পরে একান্তে কিছুসময় আলাপ-আলোচনা করার কথা জসীম-মিশ্রির। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ।
বিজ্ঞাপন
সূত্র বলছে, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। বৈঠকে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরও অনেক বিষয় থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব মিশ্রি
সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিজ্ঞাপন
আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরএক্স/