অ্যাতলেটিকোর রক্ষণ দুর্গ ভেঙ্গে ম্যানসিটির কষ্টার্জিত জয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অ্যাতলেটিকোর রক্ষণ দুর্গ ভেঙ্গে ম্যানসিটির কষ্টার্জিত জয়

ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে রীতিমতো দেয়াল গড়ে তুলেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের বড় অংশজুড়ে রক্ষণ দুর্গ সামলানোর কাজটা বেশ ভালোভাবেই করছিল লা লিগার দলটি। তবে অ্যাতলেটিকোর দেয়াল ভেঙ্গে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ম্যানসিটি।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে অ্যাতলেটিকোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ম্যানসিটির হয়ে একমাত্র গোল করেছেন কেভিন ডি ব্রুইনা।

ইতিহাদে দুই দল নিজেদের কৌশলে খেলা শুরু করে। অ্যাতলেটিকো পুরো ম্যাচ ডিফেন্সিভ খেলতে থাকে। দলটির কৌশল ছিল ডিফেন্স সামলিয়ে লম্বা পাসে আক্রমণে ওঠা। অপরদিকে ম্যানসিটি শুরু থেকে বল পায়ে রেখে আক্রমণে ব্যতিব্যস্ত ছিল।

তবে ম্যাচের লম্বা সময় ধরে বল পায়ে রেখেও পরিপূর্ণ আক্রমণ করতে পারছিল না ম্যানসিটি। ম্যাচে দলটি ৭১ শতাংশ বল দখলে রেখে ১৫টি আক্রমণে উঠলেও মাত্র ২টি শট রাখতে পারে অ্যাতলেটিকোর গোলমুখে। অপরদিকে সফরকারীরা এতটাই ডিফেন্সিভ মুডে ছিল যে, পুরো ম্যাচে কোনো আক্রমণই করেনি অ্যাতলেটিকো।

ম্যাচে অ্যাতলেটিকোর গোলমুখে আনা দুটি শটই করেন কেভিন ডি ব্রুইনা। ম্যাচের ৫৫তম মিনিটে ব্রুইনার নিচু ফ্রি কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। এটি ঠেকালেও ম্যাচের ৭০তম মিনিটে আর ডি ব্রুইনার শট ফেরাতে পারেননি অবলাক।

ফিল ফোডেনের দারুণ পাস ধরে কোনাকুনি শটে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসান বেলজিয়ান এই মিডফিল্ডার। চলতি মৌসুমে এটি ডি ব্রুইনার ১৩তম গোল। এই জয়ে সর্বশেষ ১৯ ম্যাচ ধরে অপরাজিত আছে ম্যানসিটি। এদিকে ম্যানসিটির জয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ৭ম ম্যাচে এসে হারের তেতো স্বাদ পেল অ্যাতলেটিকো মাদ্রিদ।

এসএ/