দুর্ঘটনায় আহত অপূর্ব, তাসনিয়া ফারিণ ও পাভেল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪
শুটিং সেটে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
আরও পড়ুন: সব ভুলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান পূজা চেরি
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে গেলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এমএল/