১৮ হাজার ভারতীয়কে তাড়ানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪


১৮ হাজার ভারতীয়কে তাড়ানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ লাখ ভারতীয় বংশোদ্ভূত জনগণ বসবাস করে। এদের একটি বড় অংশই অবৈধভাবে সেখানে অবস্থান করছেন। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন, দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ীত করবেন। নির্বাচনী প্রচারণার সময় এ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।


ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি এর একটি তালিকাও করেছে।


আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র


ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের যে তালিকা করা হয়েছে তাতে রয়েছে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিকের নাম। বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন এবং অবৈধভাবে সেখানে বসবাস করছেন।


নতুন বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোলান্ড ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি বলে জানা গেছে। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।


আরও পড়ুন: সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের মধ্যে বাংলাদেশ


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকেও ব্যবহার করবেন তিনি। যদিও দেশটির অভ্যন্তরে সেনাবাহিনীর ব্যবহার সীমিত রাখার আইন রয়েছে।


কিন্তু ট্রাম্প অবৈধ অভিবাসীদের ওয়াশিংটনের জন্য হুমকি মনে করে এমনই সিদ্ধান্ত নিচ্ছেন।


এমএল/