সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের মধ্যে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪
২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই তালিকার শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য তুলে ধরা হয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ১৮ সাংবাাদিক নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং দু’জন সাংবাদিক নিহত হয়েছেন লেবাননে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে মেক্সিকো ও বাংলাদেশে।
আরও পড়ুন: সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত
এছাড়া, সারা বিশ্বে এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন ৫৫ জন সাংবাদিক। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন ২০২৪ সালে। নতুন করে এই তালিকায় এ বছর অন্তর্ভুক্ত হয়েছেন চারজন।
সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরীণ রয়েছে যে তিন দেশে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।
আরএক্স/