বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন জয়শঙ্কর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪


বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন জয়শঙ্কর
ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের মহান বিজয় দিবস উপল‌ক্ষ্যে অর্ন্তর্বতী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন‌কে শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন।


সোমবার (১৬ ডিসেম্বর) সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম এক্সে এক পো‌স্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী।


আরও পড়ুন: ১৮ হাজার ভারতীয়কে তাড়ানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের


পো‌স্টে জয়শঙ্কর লি‌খে‌ছেন, বিজয় দিব‌সে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন‌, অর্ন্তর্বতী সরকার এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।


এদিকে, বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টকে কেন্দ্র ক‌রে সমা‌লোচনা চল‌ছে। 


আরও  পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র


সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’



আরএক্স/