কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪


কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার  ও প্রথমবারের মতো শিক্ষকদের মান উন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়েছে।


আরও পড়ুন: কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনে আদীবাসীদের অন্তর্ভূক্তিমূলক সেমিনার


মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


এসময় সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এড়িয়া ম্যানেজার যোসেফ ডায়াস-এর সভাপতিত্বে ও কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।


অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


আরও পড়ুন: দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘরে হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন


সেমিনারে উপজেলার ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করেন। 


এসডি/