দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘরে হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৪ পিএম, ১২ই আগস্ট ২০২৪

দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দুবৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কলাপাড়ায় করলার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আইনজীবী এ্যাড.নাথুরাম ভৌমিক, ভারপ্রাপ্ত সভাপতি ডা.সুভাস চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক মংটেনসূয়ে, অবসরপ্রাপ্ত শিক্ষিকা নমিতা রানী, শিক্ষক অমল কর্মকার, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক টিংকু মুখার্জি প্রমুখ।
এ সময় বক্তারা, দেশব্যাপী হিন্দু, বৈদ্য ও খৃষ্টানদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং নির্যাতনের প্রতিবাদ ও তিব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়াও সংখ্যালঘূ নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সংখ্যালঘূ সুরক্ষা আইন প্রনয়ণ, সংখ্যালঘূ বিষয়ক মন্ত্রণালয় গঠন সহ আট দফা দাবি তুলে ধরেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
