নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ, মাদক কারবারী আটক

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও একটি পিকআপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা শাখা নওগাঁ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি পিকআপ যোগে কুড়িগ্রাম থেকে গাঁজার একটি বড় চালান নওগাঁয় আসছে। এরই প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে ডিবি পুলিশের একাধিক টিম ঢাকা রোড, কীর্ত্তিপুর বাজার ও রানীনগর এলাকায় অবস্থান নেয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় নওগাঁ সদর থানাধীন কীর্ত্তিপুর বাজারে সন্দেহভাজন পিকআপটি পৌঁছালে ডিবি পুলিশের বিশেষ টিম সেটিকে থামিয়ে তল্লাশি চালায়।
বিজ্ঞাপন
এসময় চালকের দেখানো মতে পিকআপের লাকড়ি সরিয়ে বিশেষ কায়দায় রাখা ৮টি পোটলায় মোট ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের এই চালানের সাথে আর কারা জড়িত রয়েছে তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।








