Logo

টানা তৃতীয়বার ধানের শীষ প্রতীক পেয়ে সকলের দোয়া চাইলেন সান্টু

profile picture
উপজেলা প্রতিনিধি
বরিশাল
২১ জানুয়ারি, ২০২৬, ২০:০১
টানা তৃতীয়বার ধানের শীষ প্রতীক পেয়ে সকলের দোয়া চাইলেন সান্টু
ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো বিএনপির প্রতীক ধানের শীষ বরাদ্দ পাওয়ায় সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও ভালোবাসা চেয়েছেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সকালে বরিশাল জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ধানের শীষ গ্রহণ করেন তিনি। প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেন, তিনি সবসময় জনগণের ভালোবাসা নিয়ে পথ চলতে চান।

তিনি আরও বলেন, আগামীর একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।

বিজ্ঞাপন

এ সময় উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD