Logo

দৈনিক জনবাণী’র ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বাঁশখালীতে উদযাপন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২১ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৪
দৈনিক জনবাণী’র ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বাঁশখালীতে উদযাপন
ছবি প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার পিউরিয়ায় এ কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জনবাণী’র বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ এ আব্দুল হক, কোকদন্ডী-গুনাগরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম,রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম,

৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবুল কালাম,বাঁশখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন,সদস্য ও দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরী,সাংবাদিক রিয়াজুল হক রিফাত, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা. মামুনুল ইসলাম চৌধুরী, গুনাগরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস,

বিজ্ঞাপন

সদস্য সচিব রবিউল হোসেন শাপলা, ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী,ইউপি নুরুল ইসলাম,কালীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসলামুল হক মাসুদ, জামায়াত নেতা মো. সেলিম উদ্দিন,জামায়াত নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক,সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন সবাই।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD