সংসার পাততে সপরিবারে দেশ ছাড়ছেন বিরাট কোহলি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪


সংসার পাততে সপরিবারে দেশ ছাড়ছেন বিরাট কোহলি
বিরাট কোহলি-আনুশকা শর্মা | ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। দেশের জার্সিতে একের পর এক রেকর্ড গড়েছেন ডানহাতি এই ব্যাটার। তবে ভারত ছেড়ে লন্ডনেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার এমন দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।


কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনেই সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই বসবাস করবেন তিনি।


আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ টাইগারদের


রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই থাকতে ভালোবাসে। ক্রিকেট থেকে অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায় তিনি।


হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাবে তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই চিন্তা।


আরও পড়ুন: আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং


তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের অনেক ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে কখনোই দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবেই জীবন কাটাতে পারে ওরা।


এমএল/