স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৫ পিএম, ২০শে ডিসেম্বর ২০২৪


স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন রাজনৈতিক মামলায় কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে পুনর্মিলনী করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। সেই অনুষ্ঠানে দেশ মাতৃকা ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব। 


শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর গোড়ানে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। যারা বিগত স্বৈরশাসকের রোষানলে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন ও অন্যায়ভাবে কারাবন্দী হয়ে জুলাই গণঅভ্যত্থানের পর মুক্তি লাভ করেন। তাদের নিয়ে  ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন সম্প্রতি প্রবাস ফেরৎ বিএনপি নেতা শফিকুল ইসলাম  রিবলু। 


আরও পড়ুন: সম্পদ লুন্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল: ফারুক


যেখানে অংশ নেন সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ বিএনপি নেতা ইউনূস মৃধা, কামরুজ্জামান টিপু, জাকির হোসেন রিপন, জামিলুর  রহমান নয়ন, সাজ্জাদুর রহমান, সামসুল কবির, মনির মৃধা, কাজী ইকবাল হোসেন শিখর, মনিরুজ্জামান হীরা, এম জামান, হুমায়ূন কবির, মামুনুর রশীদ আকন্দ, এলিম হোসেন, মো. রফিক, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, মো. ইরাফান আরমান হোসেন বাপ্পি, শোভন, আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। 


পুনর্মিলনীতে একে অপরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে বক্তারা বলেন, এটি শুধু পুনর্মিলনী নয়, এটি বিএনপি নেতাদের একটি ঐক্য, সহমর্মীতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার  প্রতীক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।


এমএল/