জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, শিক্ষার্থীদের ক্ষোভ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪


জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, শিক্ষার্থীদের ক্ষোভ
ছবি: প্রতিনিধি

৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নানা চিত্র ফুটে উঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় বদলে যায় শেরপুরের প্রতিটি দেয়ালের চিত্র। গ্রাফিতির মাধ্যমে করা হয় প্রতিবাদ, ফুটে ওঠে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বহু বার্তা।

 

আরও পড়ুন: শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ি উপজেলার পৌরশহরের স্থানীয়রা দেখতে পান বিভিন্ন দেয়ালে গ্রাফিতির ওপর সদ্য বাদ দেয়া স্লোগান ‘জয় বাংলা’ লেখা দিয়ে নষ্ট করা হয়েছে অনেক দেয়াল। এছাড়াও এর সাথে রয়েছে দলীয় 'জয় বঙ্গবন্ধু' স্লোগান। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে৷


জানা যায়, নালিতাবাড়ি পৌরশহরের থানা সংলগ্ন দেয়াল গুলোতে সোমবার রাতের কোন এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারেনা এমন কোন অপশক্তিই এসব করেছে।



গ্রাফিতি অংকনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোন অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর এসব স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করলো।


স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।


শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান বলেন, জেলা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমরাও হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইবো সরকারিভাবেই যেনো একটা ব্যবস্থা নেওয়া হয়।


আরও পড়ুন: শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ


এ বিষয়ে শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পরবর্তীতে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে খোঁজছে। এ ব্যাপারে আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।


এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/