শীতের ভোরে ৩ কৃষকের প্রাণ ঝরল পাবনার সড়কে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪


শীতের ভোরে ৩  কৃষকের প্রাণ ঝরল পাবনার সড়কে
প্রতীকী ছবি

পাবনায় সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় তিন কৃষক নিহত হয়েছেন। এ সময়  গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 


আরও পড়ুন: কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ এএসআই মুকুলের মরদেহ পাবনায় উদ্ধার


পেঁয়াজ লাগানো হলো না ৩ ( তিন) কৃষকের। শীতের ভোরে কুয়াশার পাবনার সড়কে ঝরল তিন কৃষকের প্রাণ। 

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় ৩ (তিন)  কৃষক নিহত হয়েছেন। এ সময়  গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।


শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ কৃষকের মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আহত পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার ছোন্দহ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৮), রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে। 

  

আরও পড়ুন: পাবনায় এইচএসসি পরীক্ষায় ৪ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী উত্তীর্ণ


সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.লতিফ জানান, ভোরে কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাঙামাটিয়ায় থেমে থাকা অবস্থায় করিমনে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে করিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

 

পুলিশ পরিদর্শক আরও জানান,  ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


এসডি/