কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়লো ভ্যানচালকের বসতবাড়ি, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অনান্য বিজিবি সদস্যরা।
এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা নুরজাহান বলেন,‘এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।’
আরও পড়ু: কুড়িগ্রামে আরাফাত রহমান কোকো নাইট সার্কেল ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. ‘মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
এসডি/