চট্টগ্রামে লবণবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় মহাসড়কের পটিয়া ইন্দ্রপোল এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের ৪ জন যাত্রী ও ট্রাকের চালক আহত হয়। আহতরা হলেন, শ্যামলী পরিবহনের যাত্রী মোঃ মামুন (২০), মেহেরাব (২৩), গিয়াস উদ্দিন (৪৫), মো. ইমরান (২৪) ও ট্রাকের চালক মো. জয়নাল (২৭)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে প্রাথমিক চিকিৎসা দিলে ট্রাক চালক জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান।
আরও পড়ুন: আবারও পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে, এবার যা যা এলো
জানাগেছে, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝায় ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক চালকের মুখের এক পাস থেতলে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান থানার ওসি মো. জসিম উদ্দিন।
এসডি/