Logo

থার্টিফাস্ট নাইট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারী, ২০২৫, ২৪:০৪
33Shares
থার্টিফাস্ট নাইট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

বন্ধুদের সাথে ইংরেজী নববর্ষ পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে ইংরেজী নববর্ষ পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ ডসিম্বের) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত স্কুল ছাত্রের নাম ইসতিয়াক হোসেন (১৬)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। 

নিহত স্কুল ছাত্রের বাবা ইকবাল হোসেন বাবু জানান, ইসতিয়াক থার্টিফাস্ট নাইট পালনের জন্য তার বন্ধুর বাড়ি পৌর শহরের সরদারপাড়ায় যায়। সেখানে বন্ধুর বাড়ির তিন তলায় সবার সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়। পরে বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এসড/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD