অপু বিশ্বাসের নতুন লুকে মুগ্ধ নেটজনতা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫


অপু বিশ্বাসের নতুন লুকে মুগ্ধ নেটজনতা
অপু বিশ্বাস | ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢালিউড কুইন অপু বিশ্বাসের দিন দিন যেন বয়স কমছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিতই সময় দিচ্ছেন মডেলিংয়ে। সেইসাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ও। এতো ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্ত-অনূরাগীদের। এবার বছরের প্রথম দিনেই নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা।


বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ার পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।’


আরও পড়ুন: শাকিব খানকে নিয়ে গর্বে বুকটা ভরে যায়: অপু বিশ্বাস


ওই ছবিগুলোতে দেখা যায়, অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে আছে লাল রঙের একটি ব্লেজার। পায়ে দেখা যায় লং বুট জুতা। উচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।


ছবিগুলো পোস্ট করা মাত্রই বিভিন্ন মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ মনোমুগ্ধকর লাগছে। অন্যজন লেখেন, মাশআল্লাহ। আবার কেউ কেউ বলছেন, দিন দিন যেন পুরোনো লুকে ফিরছেন অপু।


এমএল/