জুলাই-আগস্ট রেভ্যুলেশন ধারণ করেই কাজ করছি: গাজীপুরে পুলিশ সুপার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫


জুলাই-আগস্ট রেভ্যুলেশন ধারণ করেই কাজ করছি: গাজীপুরে পুলিশ সুপার
ছবি: প্রতিনিধি

গাজীপুরে নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেছেন, জুলাই আগস্ট রেভুলেশন ধারণ করেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পুলিশের ইমেজটা যাতে আপনাদের কাছে আরো উজ্জ্বল হয় সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: গাজীপুরের অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, গ্রাফতার ১


রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা বিষয় তুলে ধরে এগুলো প্রতিকার করার আহ্বান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জেলা পুলিশের যে কোন ভাল কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। এসময় বক্তাগণ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে হয়রানীর শিকার না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।


পুলিশ সুপার বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল ভ্রান্তি শোধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই।’ এজন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।


পুলিশ সুপার বলেন, পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পুলিশ সুপার। এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নব নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান (এডমিন), রবিউল ইসলাম (ডিএসবি), খন্দকার আশফাক, আবুল খায়ের’সহ অন্যান্য কর্মকর্তাগণ


এসডি/