শিল্পখাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ৭ই জানুয়ারী ২০২৫

শিল্পখাতে গ্যাসের দাম আবারও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে দেড়গুণ বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। যা গ্রাহকদের অনুমোদিত লোডের বেশি ব্যবহারের জন্য প্রযোজ্য হবে।
জ্বালানি বিভাগের অনুমোদনের পর সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ প্রস্তাব করেছে পেট্রোবাংলা।
আরও পড়ুন: সুপ্রীম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া
তবে তা এখনি বাড়ছে না। কমিশন সভায় বিইআরসি বাড়তি দামের অনুমোদন দিলেই গ্যাসের দাম বাড়বে। অনুমোদনের বিষয়টি আগামী ফেব্রুয়ারি মাসে কমিশনের সভায় উঠানো হবে। এমনটাই জানিয়েছেন বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।
তিনি বলেন, চলতি মাসের কমিশন সভা অনুষ্ঠিত হয়ে গেছে। ফেব্রুয়ারির ২ তারিখে পরবর্তী কমিশন সভা বসবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিইআরসিতে পাঠানো পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, পুরোনো গ্রাহকদের অনুমোদিত লোডের বাড়তি ব্যবহৃত গ্যাসের বিল হবে নতুন দামে এবং নতুন গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোডের ৫০ শতাংশের পরে নতুন দাম প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: শফিকুল আলম
গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশে গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ বাড়ানো হয়। তখন শিল্পে গ্যাসের মূল্য ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩০ টাকা। ক্যাপটিভে ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল। পরে ক্যাপটিভে আরেক দফা গ্যাসের দাম বাড়িয়ে করা হয় ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়।
গত বছরের ২৮ আগস্ট গণশুনানি ছাড়াই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসির নির্বাহী ক্ষমতা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টার কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনএইচসিআরের নতুন প্রতিনিধি

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত তালিকা প্রকাশ
