Logo

শ্রাবন্তীকে নিয়ে ডাক্তারের কাছে জিতু, তবে কি গুঞ্জন সত্যি!

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৭
28Shares
শ্রাবন্তীকে নিয়ে ডাক্তারের কাছে জিতু, তবে কি গুঞ্জন সত্যি!
ছবি: সংগৃহীত

ফলে বর্তমান সময়টা কাজের ব্যস্ততায় কাটে তাদের

বিজ্ঞাপন

শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় ও জিতু কমল, ওপার বাংলার সফল দুই অভিনেতা। দু’জনেরই পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেশ প্রবল। কারণ পেশাগত জীবনে তারা সফল হলেও ব্যক্তিজীবনে থিতু হতে পারেননি কেউই। সংসার জীবনে দু’জনেরই বিচ্ছেদ হয়েছে। ফলে বর্তমান সময়টা কাজের ব্যস্ততায় কাটে তাদের। 

কিন্তু তারকাদের জীবনই হল, কাজ যত বাড়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা ততই উর্ধ্বগামী হয়। যে কারণে জিতু-শ্রাবন্তীর দুই বিচ্ছেদের চরিত্রকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গেও দেখা যাচ্ছে। 

বিজ্ঞাপন

দুই তারকাকে নিয়ে যখন শোর-গোল চারিদিকে, তখনই সামাজিক সোশ্যাল মিডিয়ায় উস্কে দেওয়ার মতো একটি ছবি শেয়ার করলেন জিতু। যেখানে তার পাশে শ্রাবন্তীর দেখা মিলল।

বিজ্ঞাপন

সেই ছবি পোস্ট করে রহস্যময় ক্যাপসন দিলেন অভিনেত্রী, ‘রান্না হয়ে গেছে, এবার আমরা ডাক্তারের পরামর্শ নিতে এসেছি।’

বিজ্ঞাপন

ক্যাপশনের অর্থ পরিষ্কার না করলেও নেটিজেনরা জিতু-শ্রাবন্তীকে ডাক্তারের চেম্বারে একসঙ্গে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন।

বিজ্ঞাপন

কেউ লিখেছেন, ‘তাহলে ঠিকই শুনেছি, নবনীতার সঙ্গে জিতুর ডিভোর্সের কারণ ছিল শ্রাবন্তী’। আরেকজনের মন্তব্য, ‘শ্রাবন্তীর চতুর্থ সম্পর্ক জিতু, দুজনেই চুটিয়ে প্রেম করছেন।’ কেউ আবার তাদের একসঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পেছনে অন্য কোনো ব্যাখ্যাও তুলে ধরছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় জিতু ও নবনীতার মধ্যে। সেই সময় জল্পনা চলেছিল, জিতুর জীবনে নতুন কোনও সম্পর্কের কারণেই নবনীতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। যদিও জিতু সে সময় এসব কিছুই অস্বীকার করেন। 

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০২১ সালে রোশন সিংয়ের সাথে ডিভোর্সের পর শ্রাবন্তী নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তৃতীয় ডিভোর্সের পর শ্রাবন্তীর জীবনে চতুর্থ প্রেম বা পরিণয়ের কথা জানতে তার ভক্ত-সমর্থকদের যেন কৌতূহলের শেষ নেই। তারই মাঝে জিতুর সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে শ্রাবন্তী নতুন করে কৌতূহলের পারদ আরও বাড়ালেন।

এমএল/  

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD