একই পরিবারের চারজন নিহত খাটিয়া নিয়ে লাশের অপেক্ষায় স্বজনরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫


একই পরিবারের চারজন নিহত খাটিয়া নিয়ে লাশের অপেক্ষায় স্বজনরা
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত গ্রামের একই পরিবারের চারজন ঢাকার সাভারে সড়ক দূর্ঘটনায় নিহত। 


আরও পড়ুন: ঘাটাইলে তেলের লড়ি ও মাহেন্দার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


জানা যায়, নিহত ফারুক হোসেন সিদ্দীকির(৪৬) বড় ছেলে ফুয়াদ সিদ্দীকি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলো।হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী মহসিনা সিদ্দীকা (৩৬) ছেলে ফুয়াদ সিদ্দীকি (১৪) ও স্ত্রীর বড়বোন সিমা (৪০)কে সাথে নিয়ে গতকাল রাতে এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলার ফুলবাড়ীয়া পুলিশ টাউনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ হয়ে সকলেই মারা যান।


নিহত ফারুখ হোসেন সিদ্দিকীর ছোটভাই মামুন সিদ্দিকী বলেন, তারা তিন ভই একবোন। বোন সবার বড়। বড়ভাই ফারুখ সিদ্দিকী ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বড় ছেলে ফুয়াদ সিদ্দিকী স্থানীয় ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ঢাকায় ডাক্তার দেখানোর জন্য গত রাত ১১ টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে ছেলে ফুয়াদ সিদ্দিকী ও তার বোনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন ঢাকার উদ্দেশ্য। ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অ্যাম্বুলেন্সে ওঠেন ফারুখ সিদ্দিকী।


এসময় মামুন সিদ্দিকী জানান, রাতে তার কাছে ফোন করে সবাইকে দোয়া করতে বলেন। এরপর আর কোন কথা হয়নি।

ফারুখ সিদ্দিকীর সহকর্মী মো,রুবেল মিঞা বলেন, প্রধান শিক্ষক খুব নীতিবান ছিলেন। একজন নীতিবান মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন শিক্ষক আর হবেনা। আমাদের সবসময় আগলে রাখতেন।


আরও পড়ুন: ঘাটাইলে কলেজছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


নিহত ফারুখ সিদ্দিকীর আরেক সহকর্মী তার চাচাতো বোন সোমা সিদ্দিকীকা বলেন, স্যারের ছোট ছেলে ফাহিম সিদ্দিকী (১১) হোস্টেলে থেকে মাদ্রাসায় পড়ে। সে এখনো জানে না তার বাবা, মা আর ভাই ও খালা পথিবীতে বেচেঁ নেই।

তার মৃত্যুতে কাদছে পুরো গ্রামের মানুষ।



এসডি/