Logo

সুষ্ঠু সমাজ বিনির্মাণে সন্ধানী ছাত্র কল্যাণ কাজ করছে: ইউএনও সাইদুল

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৫, ২৩:৩৫
33Shares
সুষ্ঠু সমাজ বিনির্মাণে সন্ধানী ছাত্র কল্যাণ কাজ করছে: ইউএনও সাইদুল
ছবি: সংগৃহীত

সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদের প্রত্যেকটি কাজ খুবই প্রশংসনীয় মনে হয়েছে

বিজ্ঞাপন

গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুল ইসলাম বলেছেন, যেকোন জাতির উন্নয়নে ছাত্রসমাজ আলোকবর্তিকা হিসেবে কাজ করে। সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদের প্রত্যেকটি কাজ খুবই প্রশংসনীয় মনে হয়েছে। তারা সুষ্ঠু সমাজ বিনির্মাণের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮  উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত নবগঠিত কমিটির অভিষেক ও ২০২৫ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ তার সৃষ্টিলগ্ন থেকে একটি বৈষম্যহীন ও সর্বোপরি একটি শোষণহীন সমাজ গঠনের প্রত্যয় নিয়ে কাজ করছে। তারা সমাজের মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন তথা আর্থ-মানবতার মানোন্নয়ন নিয়ে কাজ করছে, যেটি অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ ও প্রশাসন আমরা সবাই একযুগে কাজ করতে চাই। তাদের প্রত্যেকটি ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে।

বিজ্ঞাপন

সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিল আহমদের সঞ্চালনায় অভিষেক ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন রুহুল আমিন সাদিক ও শুভেচ্ছা বক্তব্য দেন শাবিপ্রবির শিক্ষার্থী আবুল হোসাইন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল ইসলাম, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন মিছবাহ, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সিলেট ল কলেজের শিক্ষার্থী আল-আমিন ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ হোসাইন শাকিল প্রমুখ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD