গোয়াইনঘাটে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪
তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএভুক্ত) অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: ফখরুল
উপজেলা প্রশাসন জানায়, টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বারকি নৌকা সহযোগে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকা হতে বিতাড়িত করা হয়। এ সময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ২টি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় প্রদান করা হয় এবং বেশ কিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
টাস্কফোর্স অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম, জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির বিশ (২০) সদস্যের একটি টিম প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযান শেষে জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
আরএক্স/