Logo

গোয়াইনঘাটে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৪, ০৭:০১
51Shares
গোয়াইনঘাটে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান
ছবি: সংগৃহীত

পাথর পরিবহন থেকে বিরত থাকতে আল্টিমেটাম দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএভুক্ত) অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের  টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বারকি নৌকা সহযোগে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকা হতে বিতাড়িত করা হয়। এ সময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ২টি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় প্রদান করা হয় এবং বেশ কিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

টাস্কফোর্স অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম, জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির বিশ (২০) সদস্যের একটি টিম প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযান শেষে জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD