Logo

নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২৪, ০৭:০৬
47Shares
নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: ফখরুল
ছবি: সংগৃহীত

তারা খুব শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেবেন

বিজ্ঞাপন

নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা খুব শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেবেন। এ আশায় তাদের দেশে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন একটি দরজা, সে গেট পার হয়েই গণতন্ত্রের পথে এগোতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় মহিলা দলের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয় দাবি করে মির্জা ফখরুল বলেন, যে দানব চেপে বসেছিল তা থেকে আমরা মুক্তি পেয়েছি। ছাত্র, আমরা মিলে একটি অন্তর্বর্তী সরকার তৈরি করেছি। তবে আমাদের বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার আশঙ্কা আছে এবং গণতন্ত্রকে নষ্ট করার জোর চক্রান্ত শুরু হয়েছে আবার। তাই সামনে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর গোটা জাতিকে অমানষিক নির্যাতন করেছে। অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। ব্যাংক ধ্বংস করেছে। সব জায়গায় অসংখ্য দুর্নীতি। ১৭ বছর ধরে বিএনপি লড়াই-সংগ্রাম করেছে। অসংখ্য মামলা, জেল, গুমের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতির কথা স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে আসেন। ১৯৭৫ সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব না নিলে এ দেশের ভাগ্যে কি হতো বলা যায় না। জিয়াউর রহমানের নেতৃত্ব বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেদিন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD