বউ প্রতিদিন বাড়ি থেকে বের করে দেয়: শাহিদ কাপুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বলিউডের অন্যতম সুখী দম্পতি শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ৭ বছরের দাম্পত্যে দুই সন্তান নিয়ে বেশ জমিয়ে সংসার করছেন তারা। তবে বাড়িতে শুধু মীরার হুকুম চলে। শুধু তাই নয়, প্রতিদিনই নিজের বাড়ি থেকে শাহিদকে বের করে দেয়া হয়। যদিও প্রতিবার ফিরে আসেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ অকপটে জানান, ‘প্রতিদিন নিজের বউ আর বাচ্চাদের সামনে মনে হয় আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি এখনও বাড়িতেই থাকি। সাত বছর ধরে কেউ আমাকে বাড়ি থেকে বের করতে পারেনি। আসলে আমাকে প্রতিদিনই বের করে দেওয়া হয়, তবে আমি ফিরে যাই।’
সঞ্চালকের উদ্দেশ্যে ‘কবীর সিং’ খ্যাত নায়ক বলেন, ‘তোমার দুটো মেয়ে রয়েছে তারা তোমাকে আগলে রাখে। আমারও একটা মেয়ে রয়েছে। সে এখন স্কুল যাওয়া শুরু করেছে। আমার সঙ্গে তখনই অবিচার হয়, যখন মেয়ে আমার সঙ্গে থাকে না।’ শাহিদের দাম্পত্য জীবনের গল্প শুনে হাসি চেপে রাখতে পারেননি ওই সঞ্চালক।

শাহিদ আরও জানিয়েছেন, ‘তার কাজের সবচেয়ে বড় সমালোচক হচ্ছে তার স্ত্রী মীরা। এই নায়কের কোনও সিনেমা খারাপ হলে সেটা দেখারও প্রয়োজন মনে করেন না শাহিদপত্নী। এমনকি সরাসরি মুখের ওপর সেটা জানিয়েও দেন।’
প্রসঙ্গত, শাহিদের পরবর্তী সিনেমা 'জার্সি'। এতে একজন ক্রিকেটারের চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। গৌতম তিন্নানুরির পরিচালনায় সিনেমাটিতে শাহিদের সঙ্গে পর্দা শেয়ার করবেন ম্রুনাল ঠাকুর। আগামী ১৪ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে 'জার্সি'। সূত্র: হিন্দুস্তান টাইমস
ওআ/