হাতীবান্ধায় বাড়িতে ট্রাক ঢুকে মর্মান্তিক মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে যাওয়ায় নুরি বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্ত থেকে ৭ দিনে বিপুল পরিমাণ মাদক জব্দ
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ পারুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরি বেগম ওই গ্রামের মৃত শাহিদুল ইসলামের স্ত্রী। তবে এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক মালামাল নিয়ে পাটগ্রামের দিকে যাওয়ার পথে দক্ষিণ পারুলীয়া এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আব্দুল্লাহ নামে চার বছর বয়সের শিশুকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। এ সময় নুরি বেগম নামে এক নারী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হাতীবান্ধা উপজেলা পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লালমনিরহাটে চাকরীচ্যুত বিডিয়ার সদস্যগণের মানববন্ধন
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
এসডি/