Logo

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৫, ০১:৫৫
39Shares
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত
ছবি: সংগৃহীত

মপি গেটের সামনে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হন।

বিজ্ঞাপন

পটুয়াখালীর দুমকির লেবুখালী সেনানিবাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। একই সময়ে গুরুতর আহত হওয়া সেনা সদস্য ও তাঁর সন্তানকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ১০টায় লেবুখালী সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী ও পুত্রসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাসের এমপি গেটের সামনে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হন।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই ওই সেনা সদস্যের স্ত্রী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। ঘাতক সাকুরা পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি পদক্ষের প্রক্রিয়াধীন রয়েছে। 

শনিবার সকাল ১১ টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে সেনাকর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD