দুমকিতে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪


দুমকিতে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত
ছবি: প্রতিনিধি

দুমকিতে মোটর সাইকেল  - ট্রাক মুখোমুখি  সংঘর্ষষে মো. জাকির হোসেন নামে এক এনজিও কর্মী  নিহত হয়েছেন। 


আরও পড়ুন: দুমকিতে গরু চুরির আতঙ্কে নির্ঘুম এলাকাবাসী


শুক্রবার (২ আগস্ট) সকাল সাতটার দিকে লেবুখালী বাউফল মহাড়কের দুমকি সাতানি ভাঙ্গার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে জাকির দুমকি থেকে বরগুনায় বাড়ির উদ্দেশ্য নিজ মোটর সাইকেলে ভাঙ্গার মোড় এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা দুমকি মডেল মসজিদের পন্য পরিবহনকারী  দ্রুতগামি  খোয়াভর্তি ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন জাকির।


স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জাকির বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আ. ছালামের ছেলে ও  কোডেক এনজিও দুমকি শাখায় কর্মরত ছিলেন।


আরও পড়ুন: দুমকিতে চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলের চাল লোপাট!


দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।