তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের আগুনে নিহত বেড়ে ৭৬, আটক ৯


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫


তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের আগুনে নিহত বেড়ে ৭৬, আটক ৯
ছবি: সংগৃহীত

তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত ৯ জনকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগে এই হোটেলে। আগুনের সূত্রপাত ঘটেছিল রান্নাঘর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন, পাহাড়ি উঁচু-নিচু পথের কারণে আগুন লাগার পর ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লেগেছিল ৪৫ মিনিট। এই ৪৫ মিনিটে ভয়াবহ রূপ নেয় আগুন।


আরও পড়ুন: প্রেসিডেন্ট হিসেবে আজই শপথ নিচ্ছেন ট্রাম্প


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছেন স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে, তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায়নি।


১২ তলার এই হোটেলে কক্ষের সংখ্যা মোট ১৬১টি। আগুন লাগার সময় সেখানে ছিলেন ২৩৮ জন অতিথি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এ অতিথিদের মধ্যে।


ওমর সাকরাক নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আতঙ্কে দিশাহারা হয়ে অনেকেই হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়েছে। আমি নিজে এক ব্যক্তিকে ১১তলা থেকে লাফিয়ে পড়তে দেখেছি। জানি না তিনি বেঁচে আছেন কি না।


আরও পড়ুন: গাজাবাসী দলে দলে নিজ বাড়ি ফিরছেন


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে বলেন, আমি শোকাহত। নিহতদের আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতের সর্বোচ্চ চিকিৎসার জন্য হাসাপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।


আরএক্স/