ডিবিতে নেওয়া হয়েছে অভিনেত্রী শাওনকে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫


ডিবিতে নেওয়া হয়েছে অভিনেত্রী শাওনকে
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত‌ ৮টা ২০ মিনিটের দিকে তাকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়।


আরও পড়ুন: ধানমন্ডি থেকে গ্রেফতার মেহের আফরোজ শাওন


বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, অভিনেত্রী শাওনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।


তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে ডিবিপ্রধান বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এমএল/