গাজীপুরে ইউনিয়ন আ.লীগের সভাপতি হিন্দু নারীসহ আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বাহাদুরসাদিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে এক হিন্দু নারীসহ আটক করেছে এলাকাবাসী ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আটকের পর তাকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সুপার্দ করেছে উৎসুক জনতা।
আরও পড়ুন: জেলা আহ্বায়ক নির্বাচিত হলেন লৌহজংয়ের মিজান সিনহা
আটককৃত সিরাজউদৌলা স্থানীয় বেগম রাবেয়া আহামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এলাকাবাসী জানায়, সিরাজউদৌলা মাস্টার দীর্ঘদিন যাবৎ চর জামালপুর এলাকার অনুতোষ করের স্ত্রী পিংকি রানির সাথে পরকীয়া করে আসছিলেন । অবশেষে এলাকার জনগণ তাকে বৃহস্পতিবার পিকিং রানীর বাড়ীর বাড়ি থেকে অসামাজিক কাজ করার সময় হাতেনাতে আটক করে। পিকিং রানীর স্বামী বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক চাকরি করতেন। পরে তাদেরকে কালীগঞ্জ থানার পুলিশের কাছে তুলে দেয়া হয়।
আরও পড়ুন: ক্রীড়া প্রতিযোগিতায় ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানে নাচল ছাত্রীরা
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জনবাণীকে বলেন, বাহাদুরসাদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও বেগম রাবেয়া আহামেদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজউদৌলা কে এক নারী সহ এলাকাবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএক্স/