শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্ব, ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশে পাকিস্তানের সেনা-গোয়েন্দা আছে: ভারতীয় সেনাপ্রধান
দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।
এতে বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির চতুর্থ এবং অধিষ্ঠিত দ্বিতীয় নারী মন্ত্রী হলেন রেখা গুপ্ত। এ ছাড়া বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং তার পূর্বসূরী আপের অতিশীর পর দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হলেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়
২৭ বছর পর দিল্লিতে বিজেপি আবার ক্ষমতায় এসেছে। দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। নির্বাচন হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সূত্র: খবর এনডিটিভির।
এমএল/