Logo

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৫
31Shares
মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু
ছবি: সংগৃহীত

এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা যে কতটা ভয়াবহ, তা স্বরাষ্ট্র উপদেষ্টার মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দিচ্ছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় দুদু বলেন, মধ‍্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনই বলে দেয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কতটা ভয়াবহ।

তিনি বলেন, নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতকারীরা আক্রমণ করে সেটিও আমাদের দেখতে হয়; এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা এই সরকারের পদত‍্যাগ এখনও দাবি করেনি; কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজে মেনে নেবে না। 

শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার এই ভূখণ্ডকে মানুষের বসবাস উপযোগী করবে। আর এটাই আমরা প্রত‍্যাশা করি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD