উজিরপুরে ডাঃ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের সনাম ধন্য মরহুম ডাঃ মোঃ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলার ২০২৪-২৫ জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, বরিশালের কৃতি সন্তান সোহাগ গাজী, উজিরপুরের কৃতি সন্তান তানভীর ইসলাম।
উজিরপুরের কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মো: সাইফ মাহমুদ জুয়েলের পৃষ্ঠপোষকতায় ও খেলা কমিটির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান খান সোহাগ ও সদস্য সচিব মোঃ রাজিব মজুমদারের সজ্ঞালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া সিকদার, বরিশালের কৃতি সন্তান কৌতুক অভিনেতা শাহিন। আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহবায়ক মো: মহসিন, সদস্য সচিব মো: সফিউল আলম সফরুল,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, শোলক ইউনিয়নের সভাপতি প্রভাষক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ মনির জমাদ্দার, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ স্বপন মল্লিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান,উপজেলা শ্রমিক দলের নেতা মোঃ হাইউম খান, ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেন, সদস্য সচিব মুরাদ রনি।
সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দৃ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন গোপালগঞ্জ একাদশ বনাম ধামুরা ফাইবার্স একাদশ। খেলা শেষে গোপালগঞ্জ একাদশ বিজয়ী হন। এদিকে হাজার হাজার ক্রিকেট প্রেমীরা খেলা উপভোগ করে। উপস্থিত অতিথি বৃন্দরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।