ধর্ষণের প্রতিবাদে ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫


ধর্ষণের প্রতিবাদে ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা জনসম্মুখে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ।


আরও পড়ুন: ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার


সমাবেশ থেকে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ধর্ষণের শিকার হওয়াদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্ত্বর হয়ে ধামরাই থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। অপরদিকে কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজ গেট থেকে শুরু হয়ে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত আরেকটি বিক্ষোভ মিছিল করে ভালুম আতাউর রহমান খান স্কুল কলেজের শিক্ষার্থীরা।


এসময় শিক্ষার্থী মিমি আহমেদ বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে, কিন্তু বিচারপ্রক্রিয়া অনেক ধীরগতির। আমরা চাই, ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’


সমাবেশে অপর এক শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘প্রতিনিয়ত আমাদের নারীরা সহিংসতার শিকার হচ্ছেন, অথচ অপরাধীরা শাস্তি পাচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এসব অপরাধ আরও বাড়বে। আমরা চাই, সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করুক।’


শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। আমরা চাই দ্রুত বিচার কার্যকর করা হোক, যাতে অপরাধীরা ভয় পায় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।’


মো. নয়ন বলেন, ‘আমাদের সংগ্রাম নারী নিরাপত্তার জন্য। ধর্ষণের ঘটনা বাড়ার আগেই দোষীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।"


আরও পড়ুন: ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ নিহত ২


ভালুম আতাউর রহমান খান কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে পুরো দেশ আজ সোচ্চার। আমাদের শিক্ষার্থীরাও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। আমরা চাই, ন্যায়বিচার নিশ্চিত হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক।


এসডি/