ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫


ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পাশে খাল থেকে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।


আরও পড়ন: ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ নিহত ২

মঙ্গলবার(১৪ জানুয়ারী) সকালে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার আনোয়ার শপিং কমপ্লেক্সের পূর্বপাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত লাশের শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি বলে জানা গেছে। 

স্থানীয় এলাকাবাসি জানান, আজ সকালে এলাকার লোকজন জয়পুরা বাজারে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খালের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান লাশটি উদ্ধার করে। তবে লাশটি কোন নাম পরিচয় ও ঠিকানা কেউ বলতে পারে না।


আরও পড়ুন: ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্য আটক


এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির আহমেদ বলেন, ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাসমান একটি লাশ এলকাবাসি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে এখন পর্যন্ত লাশটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি এবং লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পরে বলা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।


এসডি/