Logo

ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্য আটক

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৫:২২
37Shares
ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্য আটক
ছবি: সংগৃহীত

এর আগে শুক্রবার সকালের দিকে উপজেলার বাথুলী এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটক কালে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র (ছুরি) ও লুটকরা অর্থ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানায় প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক (উত্তর) মো. জসীম উদ্দিন পিপিএম। এর আগে শুক্রবার সকালের দিকে উপজেলার বাথুলী এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। দুই ডাকাতের দেয়া তথ্যের বৃত্তিতে একইদিনের সন্ধ্যায় কালামপুর থেকে আরো এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, শহিদুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৫), শেখ ইমান আলীর ছেলে মিজানুর রহমান(২৫), ফিরোজের ছেলে ফজলু (২৮)। এরা সকলেই ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

প্রেস ব্রিফিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক (উত্তর) মো. জসীম উদ্দিন পিপিএম বলেন, গত ৩১ অক্টোবর পঞ্চগড় থেকে ইসলাম পরিবহন একটি বাস ৪৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহনটি সিরাজগঞ্জের কড্ডার মোড় পৌছালে ভোর চার টার দিকে সাত জন ডাকাত যাত্রী বেশে পরিবহনে উঠে ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল বাইপাস পার হলে যাত্রীবেশে উঠা ডাকাত সদস্যরা ডাকাতি করার জন্য বাসের স্টাফদের জিম্মি করে। এসময় আসামী সজিব তার হাতে থাকা ধারালো অস্ত্র ড্রাইভার এর গলায় ধরে মৃত্যুর হুমকি দিয়ে জোর পূর্বক ড্রাইভারের সিটে বসে বাসটি চালিয়ে বাথুলীর দিকে নিয়ে আসতে থাকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অনুমানিক ৮০,০০০ টাকা ও বিভিন্ন ধরনের মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেয়। ডাকাতি কালে পরিবহনটি বাথুলী প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তায় আসে খাদে পড়ে যায়। বাসের হেলপার লোকজন দেখে জানালার ফাঁকা দিয়ে লাফ দেয় এবং ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে লোকজন এসে দুই জন ডাকাতকে আটক করে পুলিশে সুপদ করে। ঘটনার পরে তাৎক্ষনিক ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদে মুঈদ এর দিক নির্দেশনা ও তত্বাবধানে ধামরাই থানার একটি চৌকুশ পুলিশ টীম গ্রেফতারকৃত ডাকাতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করিয়া তাদের দেওয়া স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে ড্রাইভার ডাকাত সজিবকে গ্রেফতার করে। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় যে গত ২৫ অক্টোবর তারিখে সংগঠিত ডাকাতির ঘটনা তারাই করেছে।

এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম মনির প্রমুখ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD