Logo

ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৪, ০২:২৫
43Shares
ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ নিহত ২
ছবি: সংগৃহীত

পিকআপের হেলপার আশরাফুল (১৯) তার গ্রামের বাড়ি নেত্রকোনা

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় অপর এক পিকআপের চালক এবং হেল্পার নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে গেছে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক কাঞ্চন (২৩) তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়, অপরজন পিকআপের হেলপার আশরাফুল (১৯) তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারনে ঢাকাগামী ইটবোঝাই ওই পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গাড়িটি থামায়। এসময় পিকআপটির হেলপার আশরাফুল গাড়ির পিছনে যায়, সেসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি খালি ট্রাককে থামার সিগনাল দিলে ট্রাকের চালক ট্রাকটি না থামিয়ে প্রথমে হেলপারকে চাপা দেয় এবং পরে ট্রাকটি থেমে থাকা পিকআপে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে পিকআপটির চালক ও হেলপার দুজনই মারা যায়।

বিজ্ঞাপন

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকাল রাত ১টার দিকে ধামরাই থেমে থাকা একটি ইট বোঝাই পিকআপকে পেছন ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। খবর পেয়ে আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি অভিযুক্ত ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD