Logo

ভেড়ামারায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বর্ষপূর্তি উৎসব পালিত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৫
76Shares
ভেড়ামারায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বর্ষপূর্তি উৎসব পালিত
ছবি: সংগৃহীত

হুমকি ধামকি সহ নানা ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে পাঠক নন্দিত এই পত্রিকা

বিজ্ঞাপন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের মহাসচিব, আল হেরা একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু বলেছেন, কারো তাঁবেদারী করি না বলেই  দৈনিক মানবজমিন বিগত ১৬ বছরে আওয়ামীলীগ সরকারের চক্ষুশীল হয়েছিল।  হুমকি ধামকি সহ নানা ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে পাঠক নন্দিত এই পত্রিকাটি কে। প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকেও দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তারপরও কোন দমানো যায়নি দৈনিক মানবজমিন পত্রিকা। মানবজমিন ছিল তার লক্ষ্যে অবিচল। পত্রিকাটি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় ছিল আপোষহীন।

বিজ্ঞাপন

তিনি  বৃহস্প্রতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায়  মানবজমিনের ২৭ বর্ষপূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

মানবজমিন পত্রিকার পাঠক ফোরাম ভেড়ামারাস্থ পাঠক জমিনের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা উৎসবে সভাপতিত্ব করেন, দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল। আলোচনা সভায় অংশনেন, ভেড়ামার আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ও লেখক ও গবেষক আসমান আলী, তাতাসা হজ ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

 

উপস্থিত ছিলেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, দৈনিক জনবানী পত্রিকার সাংবাদিক ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, হেলথ্ এইড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান শাহিন আলম লিটন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, দৈনিক লালন কণ্ঠ ও সাপ্তাহিক অন্ধকার জগত পত্রিকার সহ-সম্পাদক মহন ইসলাম, এসডি টেলিভিশনের সাংবাদিক রাজু আহমেদ, দৈনিক জনকন্ঠ পত্রিকার মিরপুর প্রতিনিধি অপেলিয়া কনি, স্থানীয় কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম, এস এম রওনক, সরোয়ার হোসেন, ইলিয়াস হোসেন খোকন, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, জুয়েল রানা, ওসমান গনি, হৃদয় আহমেদ,  প্রমুখ। পরে ২৭বর্ষপূর্তি উৎসব উপলক্ষে একটি কেক কেটে উৎসব করেন অতিথিরা।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD