বাংলাদেশীকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৫


বাংলাদেশীকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 


আরও পড়ুন: কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের এই ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ। এতে আহত আল-আমীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।


বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে তবে কি কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্চে না, লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।


আরও পড়ুন: কসবায় জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন


উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটে। এসময় শুনেছি এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে যায়, পরে হাসপাতালে মৃত্যুবরণ করে। আজ এই বিষয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তখন বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। ।


এসডি/