কসবায় জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪


কসবায় জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
ছবি: জনবাণী

দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষে কসবায় সকল ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 


রবিবার (৭ জানুয়ারী) উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিবার্চনে  ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীগণ হচ্ছেনা বাংলাদেশ আওয়ামীলীগ আইনমন্ত্রী আনিসুল হক (নৌকা),ন্যাশনাল পিপল্স পাটি শাহীন খান ( আম) এবং বাংলাদেশ তরিকত ফেডারশন সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা )। 


আরও পড়ুন: এবার নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ: ইসি


সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা র্নিবাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, নির্বাচনী এলাকায় পৌর সভা ২ টি,ইউনিয়ন ১৫ টি,ভোট কেন্দ্রের সংখা ১১৮টি, ভোট কক্ষের সংখা ৮৮০ টি, মোট ভোটর সংখা  ৪লাখ ২ হাজার ৫৯০ জন। 


এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৮৪৭ জন, মহিলা ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন । তাছাড়া নির্বাচনী দ্বায়িত্বে রয়েছেন ; প্রিজাইডিং অফিসার ১১৮ জন,সহকারী প্রিজাইডিং অফিসার ৮৮০ জন এবং পুলিং অফিসার ১৭৬০ জন।


আরও পড়ুন:  ধামরাইয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন

 

এদিকে শান্তি শৃক্ষলার দ্বায়িত্বে রয়েছেন ম্যাজিট্র্যাট ৬ জনসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা  বাহিনীর সদস্যগণ। অপর দিকে কসবা উপজেলার ১১টি ভোট কেন্দ্র ঝুকি পুর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।


আরএক্স/