আগুনে কাঠ নয় যেন স্বপ্ন পুড়ে ছায়, ঋণ শোধ হবে কিভাবে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৫


আগুনে কাঠ নয় যেন স্বপ্ন পুড়ে ছায়, ঋণ শোধ হবে কিভাবে
ছবি: প্রতিনিধি

ছোট বেলা থেকেই বাবা অনেক পরিশ্রম করে আমাদের বড় করেছেন ছোট একটি গ্রাম পুলিশের চাকরির উপরে নির্ভর করতে হয়েছে আমাদের গোটা পরিবারের। অল্প কিছু দিন আগে অবসরে আসলেন তিনি এবার আমাদের সময় হয়েছিলো তার শেষ বয়সে পাশে থাকার। তাইতো ধারদেনা করে রমজান উপলক্ষে মুদি মনিহারী দোকানের জন্য  পন্য সামগ্রি কিনেছিলেন ৫ লক্ষ টাকার। আশা ছিলো ঈদে বাবাকে পাঞ্জাবি দিয়ে একটু হাসি ফেরাবো তা আর হলো কই, সব শেষ আমার বাচ্চাটি ঈদের দিনে জামা পাবে কিনা সেটাই এখন অনিশ্চিত বলেই কেঁদে দিলেন মো. ইব্রাহিম। 


আরও পড়ুন: কলাপাড়ায় ভাতিজার লাঠি আঘাতে চাচার মৃত্যু


পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ বদিউজ্জামানের ছেলে মো, ইব্রাহিমের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । 


মাত্র ৬ দিন আগে কোডেক এনজিও ৩ লাখ টাকা ব্যবসার জন্য ঋণ দিয়েছিলেন এই ক্ষুদ্র ব্যবসায়ীকে ৷ রমজান উপলক্ষে  নিয়েছিলেন আত্মীয়স্বজনের কাছ থেকে ধার সবই এখন পুড়ে  ছাই। 


দোকানের আগুনের লেলি শিখায় কাঠ নয় যেন স্বপ্ন পুড়ছিলো ইব্রাহিমের  মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে যাওয়া আগুন বাদ দেয়নি কিছুই । চিৎকার শুনে স্থানীয় লোকজনের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাঁচাতে পারেনি কিছুই। টিনশেড ওই দোকানের আশেপাশে অন্য কোন দোকান না থাকলে ও স্থানীয় লোকজনের ধারণা ভয়াবহ আগুনে মুদি দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


দোকান মালিক মো. ইব্রাহিম বলেন, দোকানের উপরই আমার পরিবারের আয়-ব্যয় নির্ভর করতো। আমার দোকানে কেউ আগুন লাগিয়েছে বলে আমি ধারণা করছি।


স্থানীয়রা জানায়, আগুনে সব হারিয়ে এখন ইব্রাহীমের কাঁধে ঋণের বোঝা চেপেছে। ঋণের বোঝা থেকে কীভাবে মুক্তি পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা ৷ 


আরও পড়ুন: কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনে আদীবাসীদের অন্তর্ভূক্তিমূলক সেমিনার


মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম প্রতিবেদককে  বলেন, ঘটনা শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের একটা টিম। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এটা নিয়ে গুরুত্বসহকারে কাজ করছি, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসল রহস্য উদঘাটন করতে পারবো। 


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 


এসডি/