দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৫


দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি : নিহত ‍যুবক

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি(২২)নামে এক যুবক নিহত হয়েছেন।


রবিবার (২ই মার্চ) রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়।পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে পাঠানো হলে রাতেই মারা যান রাব্বি।

নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো বলে জানা যায়। 


আও পড়ুন : নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত১১টার দিকে সেখানে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে রাফি মিয়া ও সুজন মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


এসডি/