শিবচরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৫

মাদারীপুর জেলার শিবচরের শিরুয়াইল বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামালসহ আসবাসপত্র পুড়ে গেছে বলে জানা যায়।
আরও পড়ুন: শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে ডাকাতি
রবিবার (২ মার্চ) রাতে উপজেলার শিরুয়াইল বাজারে তারাবির নামাজের সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রোকন ফকিরের হোটেল, মানিক দাসের সেলুন ও ইলিয়াস খালাসীর মুরগির দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ
শিবচর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসডি/