ঝোপঝাড়ে কান্নার শব্দ, কাথায় মুড়িয়ে পড়েছিল নবজাতক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপঝাড় থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী-শ্যালিকাকে হত্যা
সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান, কুট্টাপাড়া মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপঝাড়ে কান্নার শব্দ শুনে পথচারীরা এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে কাথায় মোড়ানো নবজাতক মেয়ে শিশু পড়ে আছে। পরে খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতক শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি আরও জানান, শিশুটির বয়স হবে এক বা দুইদিন। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
এসডি/