Logo

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী-শ্যালিকাকে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৫, ২৪:১৩
48Shares
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী-শ্যালিকাকে হত্যা
ছবি: সংগৃহীত

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছে

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে গেছে এক ঘাতক।

রবিবার (২ মার্চ ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২৪) ও স্মৃতি আক্তার (১৩)। বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয় জ্যোতির।

তবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি। সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছে।

বিজ্ঞাপন

সাবেক ইউপি মেম্বার মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় লাশ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিলো। রাত একটার পর এ ঘটানাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কিভাবে কি হয়েছে সেটা জানার চেষ্টা করছে। আমীর হোসেন গত এক সপ্তাহ আগে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। কিন্তু কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD