ঈদুল ফিতরে পদ্মা সেতুতে গাড়ি চলাচলে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছে আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা।
রবিবার (০৯ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ঈদে যানজট এড়াতে পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১০ বছর ধরে বন্ধ দুই পানি শোধনাগার প্রকল্প: প্রধান উপদেষ্টার ক্ষোভ
এ সময় তিনি বলেন, পদ্মা সেতুতে আগে যান চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করার সিদ্ধান্ত হয়েছে। এতে যানজট হবে না, গাড়িও আটকে থাকবে না।
তিনি আরও বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কারকাজ করা হবে।
আরও পড়ুন: ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ফাওজুল কবির খান বলেন, ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে।
সড়ক উপদেষ্টা বলেন, আশা করি এবার ঈদের সময় যানজট কম হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব মানুষ

৩৬ জুলাই: যেভাবে প্রতীকী ক্যালেন্ডার হয়ে উঠল জাতীয় প্রতিরোধের হাতিয়ার
