Logo

রামুতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৫, ০৪:৩০
36Shares
রামুতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

পালকী পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে

বিজ্ঞাপন

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি মো. নাছির উদ্দিন।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ রায়হান (২৪) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ি। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, সোমবার দুপুরে রামু উপজেলার পানেরছড়া এলাকায় কক্সবাজারমুখি পালকী পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরকিশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাসের চালক ও সহকারি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ী জব্দ করেছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ ওসি।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রামুতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১